আগামীকাল শুক্রবার (১৪ জানুয়ারি) সত্যশব্দের ৩য় বর্ষপূর্তি উপলক্ষে আবৃত্তি ও নাট্য প্রযোজনা নিয়ে অনুষ্ঠান সাজানো হয়েছে।
জেলা শিল্পকলা একাডেমি সুনামগঞ্জের হাছন রাজা মিলনায়তনে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে সত্যশব্দের নতুন এই আবৃত্তি ও নাট্য প্রযোজনা।
সত্যশব্দের ২৫ জন শিশু শিক্ষার্থী দুই মাস ধরে অনুষ্ঠানের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করেছে। সত্যশব্দের ৪র্থ আবৃত্তি প্রযোজনা “বাংলার সংগ্রামের” পান্ডুলিপি সম্পাদনা করেছেন দেবপ্রিয়া পাল। পাশাপাশি এই শিশুদের ৩য় নাট্য প্রযোজনা “একদিনের রাজা” প্রদর্শীত হবে। নাটক ও আবৃত্তি দুটি প্রযোজনাই নির্দেশনা দিয়েছেন দেবাশীষ তালুকদার শুভ্র।
অনুষ্ঠানে গান পরিবেশন করবে সুনামগঞ্জ প্রসেনিয়াম থিয়েটারের গানের দল। জাতীয় স্বল্পদৈর্ঘ্য চলচিত্র উৎসবে প্রদর্শীত স্বল্পদৈর্ঘ্য চলচিত্র “ম’য়ে মাংসপিন্ড” ও প্রদর্শীত হবে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সুনামগঞ্জের তরুণ নির্মাতা শুভ তালুকদার।
(প্রেসবিজ্ঞপ্তি)
- হাওররক্ষা বাঁধের পিআইসি গঠন নিয়ে অসন্তোষ
- শোক সংবাদ -আলহাজ্ব জালাল উদ্দিন