আজ থেকে প্রথমার বইমেলা শুরু হচ্ছে

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে আজ সোমবার থেকে ছয় দিনব্যাপী প্রথমা প্রকাশনের উদ্যোগে বইমেলা শুরু হচ্ছে। সুনামগঞ্জ পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই বইমেলা হবে। সোমবার বিকাল সাড়ে চারটায় মেলার উদ্বোধন হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, মেলা প্রতিদিন (ছুটির দিনসহ) সকাল ১১টা থেকে রাত সাড়ে আটটায় পর্যন্ত চলবে। মেলায় প্রথমা প্রকাশনের বই ৩০ থেকে ৬০ শতাংশ এবং অন্যান্য প্রকাশনীর বই ২৫ শতাংশ ছাড়ে বিক্রি হবে। দেশি-বিদেশি বইয়ের বিশাল সমারোহ থাকবে মেলায়। ভারতীয় বই ১ রুপি ১.৫ থেকে ১.৮ টাকায় বিক্রি হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রজত কান্তি সোম, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখতসহ লেখক, কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন উপস্থিত থাকবেন। বইমেলা আয়োজনে স্থানীয়ভাবে সহযোগিতা করছেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।
শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি সহসভাতি লেখক সুখেন্দু সেন বলেন, এটি একটি চমৎকার উদ্যোগ। এর আগে একইভাবে ২০১৮ সালে সুনামগঞ্জে বইমেলা করেছিল প্রথমা। প্রথমা প্রকাশনকে ধন্যবাদ সুনামগঞ্জের মতো একটি প্রান্তিক জেলায় এই বইমেলা আয়োজনের জন্য।