আজ থেকে শুরু শাহ আবদুল করিম লোক উৎসব

দিরাই সংবাদদাতা
একুশে পদক প্রাপ্ত বাউল সম্রাট শাহ আবদুল করিমের ১০৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ শুরু হচ্ছে দুই দিনব্যাপী ১৮তম ‘লোক উৎসব’। শুক্রবার থেকে দুই দিনব্যাপী করিমের জন্মভূমি দিরাই উপজেলার উজানধলের দক্ষিণের মাঠে এই লোক উৎসব অনুষ্ঠিত হবে।
শাহ আবদুল করিম পরিষদের সভাপতি বাউল সম্রাটের একমাত্র তনয় শাহ নূর জালাল জানান, বিকাল সাড়ে ৩টায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উৎসেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
তিনি বলেন, সন্ধ্যার পর থেকে শুরু হয়ে ভোর রাত পর্যন্ত চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসবে দেশের বিখ্যাত শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশন করবেন।
বাউল সম্রাট শাহ আবদুল করিমের জন্মবার্ষিকী উপলক্ষে তার জীবদ্দশায় ২০০৬ সাল থেকে ধল গ্রামবাসীর উদ্যোগে আনুষ্ঠানিক ভাবে শুরু হয় শাহ আবদুল করিম লোক উৎসব।