স্টাফ রিপোর্টার
জেলার বিভিন্ন সীমান্তে অভিযানে প্রায় আড়াই লক্ষ টাকার অবৈধ পণ্য জব্দ করেছে ২৮ বিজিবি টিম। জব্দকৃত এসব পণ্যের মধ্যে রয়েছে— মদ, বিয়ার, কয়লা, চিনি, পাথর, ঠেলাগাড়ি, মেহেদী ও দেশী মাছ।
জানা যায়, ২৪ ঘন্টার বিভিন্ন সময় অভিযানে চানপুর বিওপি, বাঁশতলা বিওপি, টেকেরঘাট বিওপি, মাছিমপুর বিওপি, লাউরগড় বিওপি, আশাউড়া বিওপি, মাঠগাঁও বিওপি, বাঙালভিটা বিওপি, বিরেন্দ্রনগর বিওপি, ডলুরা বিওপি, চারারগাঁও বিওপি, চিনাকান্দি বিওপি, বালিয়ারঘাটা বিওপি এবং বনগাঁও বিওপি এলাকা থেকে এসব পণ্য আটক করা হয়। আটককৃত এসব পণ্যের মোটমূল্য ২ লক্ষ ৪৭ হাজার ৮০০ টাকা।
জেলা ব্যাটালিয়ন ২৮— বিজিবি পরিচালক লে. ক. মো. মাহবুবুর রহমান জানান— মদ, বিয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং কয়লা, চিনি,পাথর,মাছ,ঠেলাগাড়ি ও মেহেদী শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
- ছাতক-দোয়ারার ওয়ার্ড ভিত্তিক হাইস্কুল করা হবে এমপি মানিক
- দরগাপাশা যুবদলের আনন্দ মিছিল