আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে লন্ডনে সভা

লন্ডন প্রতিনিধি
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জমান চৌধুরীর সমর্থনে যুক্তরাজ্য মহিলা কমিউনিটির উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে। ২০মে বিকালে ইস্ট লন্ডনের মাইক্রো বিজনেন্স সেন্টারে কমিউনিটি নেত্রী নাজমা হোসেনের সভাপতিত্বে এবং কমিউনিটি নেত্রী রাবিয়া জামানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন আনরুজ্জামান চৌধুরী ক্যাম্পেইন কমিটির পক্ষ থেকে আব্দুল আহাদ চৌধুরী, জামাল আহমদ খান, মহিলা নেত্রী হোসনে আরা মতিন, মেহের নিগার চৌধুরী, নাসিমা রহিম, সামিরুন চৌধুরী, রহিমা আহমদ, সাহিদা বেগম, হামিদা বেগম, কাউন্সিলার লুতফা বেগম, সুফিয়া জেবিন, শাহ নাজ সুমি, শিউলি সরকার, আসমা আলম, সেলিনা বেগম, সকিনা খাতুন, রোবা হক, জলি বেগম, লীনা বেগম প্রমুখ।
সভায় মহিলা নেতৃবৃন্দ আনোয়ারুজ্জানান চৌধুরীকে বিজয়ী করতে লন্ডনে থেকে ফোনে নিজ নিজ এলাকা আত্মীয়স্বজনকে ফোন করে ভোট চাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় কয়েকজন দেশে গিয়ে মাঠে কাজ করার কথাও জানান।
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী আন্দারুজ্জামান চৌধুরী সিলেট থেকে ভার্চু্যয়্যালি যুক্ত হয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমি আপনাদেরই ভাই, আপনারা আমার জন্যে দোয়া করবেন। আমি সিলেট সিটিতে বিজয়ী হলে প্রবাসীদের সমস্যাগুলো অগ্রধিকার ভিত্তিতে বিবেচনা করব।