আবেগঘন পরিবেশে বিদায় নিলেন বিশ্বজিত দেব

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলা প্রশাসনের সকল দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, বীর মুক্তিযোদ্ধা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং প্রেসক্লাবসহ সকল শ্রেণিপেশার মানুষের ফুলেল ভালোবাসায় কর্মস্থল থেকে বিদায় নিয়েছেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব।
তিনি সিলেট সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা হিসেবে বদলি হন। এর আগে তিনি ২০২০ সালের এপ্রিল মাসে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
বুধবার দুপুরে জামালগঞ্জ উপজেলা থেকে যাওয়ার সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বিশ্বজিত দেব’র সহধর্মিণী উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা রাণী মোদককে আবেগতাড়িত অশ্রুসিক্ত নয়নে বলেন, জামালগঞ্জবাসীকে তিনি সারাজীবন মনে রাখবেন।

প্রসঙ্গত, কর্মের প্রতি বিশ্বজিত দেব এর ছিল একাগ্রতা, দায়িত্বের প্রতি ছিলেন নিষ্ঠাবান। তিনি কোনো ক্ষমতার দম্ভ দেখাননি, জামালগঞ্জের মানুষের জন্য তার কার্যালয় ছিল উন্মুক্ত। যে কোনো শ্রেনীপেশার মানুষের কথা তিনি গভীরভাবে মনোযোগ দিয়ে শুনতেন। সাধ্যমত নিয়মের মধ্য থেকে সমাধানের চেষ্টা করতেন। উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদের সাথে দক্ষতার সহিত প্রশাসনের সমন্বয়ের মাধ্যমে উপজেলা প্রশাসনে তিনি সুশাসন প্রতিষ্ঠা করেছিলেন।