স্টাফ রিপোর্টার
আলফাত আহমেদ রিক্সা শ্রমিক স্মৃতি ট্রাস্টের উদ্যোগে রিক্সা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি হল রুমে জেলা প্রশাসনের সহায়তায় ১০০ জন শ্রমিকদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি অ্যাড. সালেহ আহমেদ, আলফাত আহমেদ রিক্সা শ্রমিক ইউনিয়ন স্মৃতি ট্রাস্টের সাধারণ সম্পাদক মুনমুন চৌধুরী, রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুবিমল চক্রবর্তী চন্দন, সাংগঠনিক সম্পাদক হারুনর রশীদ, কার্যনির্বাহী কমিটির সদস্য ওয়েসুল হক মাসুক, অ্যাড. এনাম আহমেদ প্রমুখ।
এর আগে ১০৬ জন শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন আলফাত আহমেদ রিক্সা শ্রমিক ইউনিয়ন স্মৃতি ট্রাস্টের নেতৃবৃন্দ।
- পাগনা পাড়ের মানুষের দুঃখ ঘুচবে তো?/ খাল খননে ধীরগতি
- বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলামের দাফন সম্পন্ন