স্টাফ রিপোর্টার
পঞ্চগড়ে বিএনপি-জামাতের প্রত্যক্ষ মদদে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার প্রতিবাদে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ হয়েছে।
শনিবার বিকালে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের রমিজ বিপণি’র কার্যালয় চত্বরে এই শান্তি সমাবেশ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আজিজুস সামাদ ডন, জেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক নোমান বখ্ত পলিন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলী আমজাদ, অ্যাডভোকেট আব্দুর রইছ, অ্যাডভোকেট মতিউর রহমান পীর, অ্যাডভোকেট চান মিয়া, আবুল কাশেম, আবুল কালাম, অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল করিম, অ্যাডভোকেট বিমান কান্তি রায়, আসাদুজ্জামান সেন্টু প্রমুখ ।
শান্তি সমাবেশে বক্তারা বলেন, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যারা সাম্প্রদায়িকতার অগ্নিবাষ্প তৈরি করেছে তাদের আপনাদের চিনে রাখতে হবে। বাঙালি জাতির ঐতিহ্য গড়ে উঠেছে ভাষা আন্দোলন, ৬ দফা আন্দোলন, ৬৯ গণঅভ্যুত্থান, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে। সেই সময়ও বাঙালি জাতির কিছু কুলাঙ্গার ছিলো, যারা বাংলাদেশের ৯৮ শতাংশ মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিয়েছিলো এখানে পাকিস্তান থাকবে। যারা খুনি পাকিস্তানীদের সমর্থন দিয়েছিলো, তারাই জাতির পিতা এবং জাতির পিতার পরিবারকে হত্যা করে। এরই ধারাবাহিকতায় ৩ নভেম্বর, ২১ শে আগস্টসহ অনেক ঘটনা ঘটেছে। মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী জামাত—শিবির বিএনপির কাঁধে ভর দিয়ে আবারও উঠে দাঁড়াতে যাচ্ছে। এই বিএনপিকে রুখে দাঁড়াতে হবে।
বক্তারা বলেন, বিএনপি গণতন্ত্রের বুলি আওড়ায়, ১৯৯৬ সালে ভোটার বিহীন ইলেকশন করেছিল তারাই, যা টিকেছিলো মাত্র দেড় মাস। এরপর ২০০৬ সালে আরেকটা ইলেকশন করেছিল বিএনপি। সে সময় ৪৮ জনকে বিএনপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করিয়েছিলো। সেই নির্বাচনও টিকেনি। নির্বাচন বাতিল করতে হয়েছে। আওয়ামী লীগ এমন তামাসার নির্বাচন কখনোই করে নি।
- ছলছাতুরি করে সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না -ডা. জীবন
- টিসিবির রমজানের পণ্য বিক্রয় শুরু হয় নি