নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি )-এর ট্রাস্টি বোর্ডের সদস্য অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলামের বড় ভাই, শিক্ষাবিদ ও কলামিস্ট ইনাম উল্লাহ সাইদুল ইসলাম (ইনাম চৌধুরী) সোমবার ভোর সাড়ে পাঁচটায় নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ পরিবার গভীর শোকাহত।
এক শোকবার্তায় নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে ইনাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তাঁরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য ইনাম চৌধুরী ১৯৫৪ সালের ১২ জুন সিলেটে জন্মগ্রহণ করেন। তার পিতা বিশিষ্ট শিক্ষাবিদ মইনুল ইসলাম চৌধুরী। তিনি সিলেটের বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত কলাম লেখতেন।
প্রেস বিজ্ঞপ্তি
- পাবজি, ফ্রি ফায়ারের মতো ক্ষতিকর গেম বন্ধের নির্দেশ
- তাহিরপুরে কৃষি আবহাওয়া তথ্য প্রযুক্তি উন্নতকরণে কৃষক কৃষাণীদের প্রশিক্ষণ