উদ্বোধনী খেলায় বিজয়ী মান্নারগাঁও

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব ১৭) উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় মান্নারগাঁও ইউনিয়ন ও বাংলাবাজার ইউনিয়নের মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ১ গোলে মান্নারগাঁও ইউনিয়ন বিজয়ী হয়।
সোমবার বেলা ১১টায় দোয়ারাবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. আবুল মিয়ার পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, দোয়ারাবাজার অফিসার্স ইনচার্জ দেব দুলাল ধর, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, মান্নারগাঁও ইউপি চেয়ারম্যান ইজ্জত আলী তালুকদার, বীর মুক্তিযোদ্বা উস্তার আলী, মনির উদ্দিন প্রমুখ।