এনইইউবি’তে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি)-এর বোর্ড অব ট্রাস্টিজের বর্তমান চেয়ারম্যান প্রফেসর ডা. মোহাম্মদ আফজল মিয়ার রোগ মুক্তি এবং প্রয়াত চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, শিক্ষানুরাগী, সমাজসেবক অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে দোয়া মাহফিলের শুরুতে মরহুম অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী স্মরণে উপাচার্য প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস লিখিত এক স্মারক নিবন্ধ পাঠ করেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. শামিম আল আজিজ লেলিন। পরে প্রয়াত প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের রুহের মাগফেরাত কামনা করে এবং বর্তমান চেয়ারম্যান প্রফেসর ডা. মোহাম্মদ আফজল মিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বন্দরবাজারস্থ আল খাজা মার্কেট মসজিদের ইমাম মৌলানা ফয়জুর রহমান। দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা, কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
প্রেস বিজ্ঞপ্তি