এনইইউবি আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীদের ফেয়ারওয়েল অনুষ্ঠিত

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর আইন ও বিচার বিভাগের শিক্ষার্থীদের ফেয়ারওয়েল উপলক্ষে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার ওেবলা ১১টায় আইন ও বিচার বিভাগের প্রধান ড. মোঃ নাহিদুল ইসলামের সভাপতিত্বে উক্ত ফেয়ারওয়েল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে ছিলেন হিউমিনিটিজ এন্ড সোস্যাল সায়েন্সেস অনুষদের ডিন ডাঃ রঞ্জিত কুমার দে এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মোঃ হারুনুর রশীদ।
আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম ও হামিদা আক্তার এর উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ কাউসার মিয়া এবং গীতা পাঠ করেন চয়নিকা চক্রবর্তী। শুভেচ্ছা বক্তব্য রাখেন ‘ল’ স্টুডেন্ট ফেরামের সভাপতি আব্দুস সামাদ। বিদায়ী শিক্ষার্থীদের মধ্য থেকে হাবিবুর রহমান, আরাফাত আহমেদ, আলী হায়দার, সোহেল আহমদ, রাখাল চন্দ্র দাস, সুমাইয়া সুলতানা মৌরী, শফি উদ্দিন জুয়েল, আশিক আহমদ বিশ্ববিদ্যালয়ে তাদের শিক্ষা জীবনের বিভিন্ন সময়ের আবেগময় স্মৃতিচারণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য জীবনের সকল ক্ষেত্রে বিদায়ী শিক্ষার্থীরা এ বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান প্রয়োগ করে সফল হবেন এবং সমাজে অবদান রাখবেন বলে আশা প্রকাশ করেন। তিনি জীবনে সফলতার সাথে সবাইকে ভালো মানুষ হওয়ার আহবান জানান। সভাপতি ড. মোঃ নাহিদুল ইসলাম সকল বিদায়ী শিক্ষার্থীদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন। তিনি ফেয়ারওয়েল আয়োজনের জন্য এনইইউবি ‘ল’ স্টুডেন্ট ফেরামের সকল সদস্যবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান।
পরিশেষে এনইইউবি ‘ল’ স্টুডেন্ট ফেরামের উদ্যোগে এক মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ কালচারাল ক্লাব, ব্যান্ড-কসমিক রে অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উক্ত অনুষ্ঠান উপভোগ করেন। উক্ত ফেয়ারওয়েল অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিল এনইইউবি ‘ল’ স্টুডেন্ট ফেরাম।
প্রেস বিজ্ঞপ্তি