এনডিএফ নেতার মাতৃবিয়োগ

স্টাফ রিপোর্টার
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম ছদরুলের মা ছুরাইয়া বেগম (বকুল) ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। বার্ধক্যজনিত কারণে সোমবার রাত ১২ টা ৫২ মিনিটে তিনি শহরের আরপিননগরের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৪ পুত্র, ২ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুমার বড় ছেলে শামসুল আলম শায়েখ ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা হিসাবে কর্মরত। এছাড়া তাঁর অন্য দুই ছেলে উজ্জ্বল ও আফজল ব্যবসায়ী। মঙ্গলবার বাদ জোহর জানাজা শেষে আরপিননগর গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়েছে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে পৃথক বিবৃতি দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আশিকুল আলম পটল ও সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাহাঙ্গীর হোসাইন। এছাড়া সুনামগঞ্জ জেলা এনডিএফ এর আহ্বায়ক রতœাংকুর দাস ও যুগ্ম আহ্বায়ক মাসুদ আক্তার, জেলা কৃষক সংগ্রাম সমিতির সভাপতি অ্যাড. নিরঞ্জন তালুকদার ও সাধারণ সম্পাদক খায়রুল বশর ঠাকুর খান, জেলা ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি বাদল চন্দ্র সরকার ও সেক্রেটারি নাসির মিয়া, হোটেল-রেস্টুরেন্ট-বেকারি শ্রমিক সংঘের সভাপতি মো: লিলু মিয়া ও সেক্রেটারি পিন্টু দাস, বারকি শ্রমিক সংঘের সেক্রেটারি কাদির মিয়া, হকার্স শ্রমিক সংঘ’র সভাপতি আব্দুল হাই ও সেক্রেটারি তাজুল ইসলাম, ক্ষৌরকার সমিতির সভাপতি নির্মল চন্দ ও সেক্রেটারি দেবাশীষ চন্দ বাপ্পা শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর নেতৃবৃন্দও শোক জানিয়েছেন। এছাড়া ধর্মপাশা এনডিএফ, কৃষক সংগ্রাম সমিতি ও ধ্রবতারা সাংস্কৃতিক সংসদ নেতৃবৃন্দও শোক প্রকাশ করেছেন। আরও শোক জানিয়েছেন কবি ও লেখক ইকবাল কাগজী, কবি কুমার সৌরভ প্রমুখ।