এমপির ভাতিজাসহ ৩ জনের জামিন নামঞ্জুর

ছাতক প্রতিনিধি
ছাতকে যুবলীগ নেতা লায়েক মিয়া হত্যা মামলায় স্থানীয় সংসদ সদস্যের ভাতিজা যুবলীগ নেতা তানভীর রহমান সহ ৩ জনকে জেলাহাজতে পাঠিয়েছেন আদালত।
বুধবার সুনামগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে এ মামলায় জামিন প্রার্থনা করলে আদালতের বিচারক মো. হেমায়েত উদ্দিন তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেলাহাজতে পাঠানোর আদেশ দেন। জেলহাজতে পাঠানো অন্য দুই জন হলেন সাবেক স্বেচ্ছাসেবকলীগ নেতা সাদমান মাহমুদ সানি ও ব্যবসায়ী আলাউদ্দিন। এ মামলায় এ পর্যন্ত ৭ আসামী জেলহাজতে রয়েছে।
বাদীর আইনজীবী হুমায়ুন মঞ্জুর চৌধুরী ৩ আসামিকে জেলহাজতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ২৯ মার্চ রাতে ছাতক সদরের গনেশপুর খেয়াঘাটে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নৃশংসভাবে খুন হন উপজেলা যুবলীগের সহ-সভাপতি লায়েক মিয়া। আধিপত্য বিস্তার নিয়ে এ খুনের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে মামলা করেন নিহতের ভাই আজিজুর ইসলাম রুমেল। এ ঘটনার জের ধরে পরবর্তীতে সুনামগঞ্জ-৫ আসনে সংসদ সদস্য মুহিবুর মানিক এবং ওই আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক শামীম আহমদ চৌধুরীর বিরুদ্ধেও আদালতে পাল্টাপাল্টি মামলা হয়। লায়েক হত্যাকা-ের ঘটনায় এখানে দীর্ঘদিনের আওয়ামী লীগের দলীয় কোন্দল আরও প্রকট আকার ধারন করেছে।