ওয়েজখালী ক্রিকেট প্রিমিয়ার লীগের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
পঞ্চমবারের মতো শুরু হয়েছে ওয়েজখালী ক্রিকেট প্রিমিয়ার লীগ। শনিবার দুপুর ২টায় ওয়েজখালী ক্রিকেট মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এর আগে খেলোয়াড়দের হাতে আনুষ্ঠানিক ভাবে জার্সি তুলে দেন ওয়েজখালি একাদশের মুখপাত্র সিকান্দার আলী ও সৌরভ পাভেল।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় নজরুল ইসলাম, রুবেল আহমেদ, হাফিজ উদ্দিন, সিকান্দার আলী, ইমন দাস প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের দেখেও ভালো লাগছে এতোগুলা ছেলে খেলতে আসছে। খেলাধুলায় যুক্ত থাকলে আমাদের ছেলেরা কোনদিন খারাপ পথে যাবেনা। টুর্নামেন্ট সফল হউক।
উদ্বোধনী খেলায় ওয়েজখালী একাদশের সাথে ২ উইকেটে জয়লাভ করে ওহী একাদশ। ষোল ওভারের খেলায় প্রথমে ব্যাট করতে নেমে সায়েমের ৫৩ রানে দলীয় ১৬২ রান করে ওয়েজখালী একাদশ। জবাবে ব্যাট করতে নেমে দুই উইকেট দুই ওভার হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ওহী একাদশ। ৪ উইকেট ও ৩৭ রান করে ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হন জীবন আরিয়ান। খেলায় ম্যাচ আম্পায়ার হিসেবে পরিচালনা করেন জোবায়ের আহমেদ রনি, পাপন ও রায়ান।