জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কল্যাণ কান্তি দে এর বাবা কবিন্দ্র রঞ্জন দে (৭৫) আর নেই। বুধবার রাত সাড়ে ১২টায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, ছয় মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। সকালে উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামে নিজ বাড়িতে পারিবারিক শশ্মানে তাঁর শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়।
কবিন্দ্র রঞ্জন দে খাশিলা নৃসিংহদেব আখড়ার সাবেক সাধারণ সম্পাদক ও খাশিলা অর্জুৃন মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ছিলেন। তিনি একজন পল্লী চিকিৎসক ছিলেন। দীর্ঘদিন ধরে খাশিলা অর্জুন মার্কেটে ফার্মেসী দিয়ে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছিলেন। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মিজানুর রশীদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসান, জগন্নাথপুর উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সীতাংশু রঞ্জন দে সীতু সাধারণ সম্পাদক হাসনাত হোসাইন, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক মিয়া, জগন্নাথপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ভারপ্রাপ্ত সভাপতি প্রনয় কান্তি সূত্রধর, সাধারণ সম্পাদক সুধাংশু শেখর রায় বাচ্ছু, উপজেলা পূজা উদযাপন পরিষদ ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী সতীশ গোস্বামী, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল হোসেন, সাধারন সম্পাদক বশির আহমেদ, খাশিলা নৃসিংহদেব আখড়া পরিচালনা ও উন্নয়ন কমিটির সভাপতি ললিত মোহন দে, সাধারণ সম্পাদক নিকিল পাল, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক তাহা আহমেদ, অর্জুন মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ধীরু দাস, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ। শোক প্রকাশকারীরা তাঁর আত্মার শান্তি কামনা করে শোক সমতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
- মো. আব্দুল্লাহ’র মৃত্যুবার্ষিকী পালন
- সালেহা বেগম