জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা কমরেড অজিত লাল রায় ও অ্যাডভোকেট সত্যব্রত রায় ভুলু স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় সাচনা বাজারস্থ আওয়ামী লীগ কার্যালয়ে কমরেড বরুণ রায় স্মৃতি পরিষদের আয়োজনে এ শোকসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্মৃতি পরিষদের সভাপতি বিদ্যুৎ জ্যোতি চক্রবত্তর্ী।
সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রেজা ও প্রধান আলোচকের বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম। পরিষদের সহ সভাপতি মোহাম্মদ আলী আমজাদের স্বাগত বক্তব্যে সূচিত শোকসভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা সাব্বির আহমদ ও গীতা পাঠ করেন পুনম চন্দ।
শোকসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক শাহজালাল সুমন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, কমরেড বরুণ রায় স্মৃতি সংসদ সুনামগঞ্জের সাধারণ সম্পাদক রমেন্দ্র কুমার দে মিন্টু, বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার ও উপজেলা মহিলা পরিষদ সভাপতি আয়েশা বেগম।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. হাবিবুর রহমান, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সমরেন্দ্র আচার্য শম্ভু, কমরেড অজিত লায় রায়ের ছেলে অনুপম রায় চন্দন, স্মৃতি পরিষদের সহ সভাপতি আফতাব উদ্দিন আহমদ, সাচনা বাজার বনিক কল্যাণ সমিতির সভাপতি চিত্ত রঞ্জন পাল, সাংবাদিক বিশ্বজিত রায়, ডা. বিষ্ণুপদ সূত্রধর। স্বরচিত কবিতা পাঠ করেন কবি পঙ্কজ শীল। এর আগে প্রয়াত দুই গুণীজনের স্মরণে শোক সঙ্কলন ‘অনন্তলোক’ এর মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, কমরেড অজিত লাল রায় ছিলেন গণমানুষের নেতা। তিনি সাধারণ মানুষের অধিকার আদায়ে সর্বদা সোচ্চার ছিলেন। মহান মুক্তিযুদ্ধসহ সমাজের পিছিয়েপড়া মানুষের জন্য আন্দোলন—সংগ্রাম করে গেছেন আজীবন। তার মতো একজন সৎ মানুষ বর্তমান সমাজে খুব প্রয়োজন।
বক্তারা আরও বলেন, কমরেড অজিত রায় জামালগঞ্জের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। জামালগঞ্জ সরকারি কলেজ, সাচনা বাজার উচ্চ বিদ্যালয় ও বেহেলী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠায় অগ্রগণ্য ভূমিকা পালন করেন তিনি। এছাড়া অ্যাড. সত্যব্রত রায় ভুলুর সমাজ ও মানুষের প্রতি অবদানের কথাও শ্রদ্ধাভরে স্মরণ করেন বক্তারা।
- দিরাইয়ে গীতা ও নৈতিক শিক্ষা পাঠদান কেন্দ্রের উদ্বোধন
- শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করলেন ব্যারিস্টার ইমন