কমরেড স্তালিনের ৭০তম মৃত্যুবার্ষিকী পালিত

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির উদ্যোগে কমরেড স্তালিনের ৭০তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। কমরেড স্তালিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার রাত ৮টায় রায়পাড়াস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সুখেন্দু তালুকদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রত্নাংকুর দাশ জহর, কবি ও লেখক সৌরভ ভূষন দেব, সাধারণ সম্পাদক সাইফুল আলম ছদরুল, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক বিনন্দ কর, সাংগঠনিক সম্পাদক রাজু মন্ডল, সুনামগঞ্জ হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি লিলু মিয়া, এনডিএফ’র সদস্য মাসূম আক্তার জামিল প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সাম্রাজ্যবাদ, প্রতিক্রিয়াশীল ও সকল রূপের সংশোধনবাদীরা কমরেড লেনিন—এর যোগ্য উত্তরসূরী সমাজতন্ত্রের রূপকার, ফ্যাসিবাদ পরাস্ত করার মহান সেনাপতি, বিশ্ব কমিউনিস্ট আন্দোলনের অন্যতম কান্ডারি কমরেড স্তালিনকে নস্যাৎ করতে সর্বাত্মকভাবে তৎপর। তাদের এই অপতৎপরতার কারণ হচ্ছে কমরেড স্তালিনকে মুছে ফেলে দেশে দেশে বিপ্লব ও বিশ্ব বিপ্লবের গতিকে ক্ষতিগ্রস্ত ও বিপর্যস্ত করা। তাই কমরেড স্তালিন বিরোধী এই প্রতিবিপ্লবী তৎপরতার বিরুদ্ধে আপসহীনভাবে লড়াই চালানো প্রতিটি কমিউনিস্ট বিপ্লবীর কর্তব্য। দায়িত্ব ও কর্তব্য হচ্ছে কমরেড স্তালিনের মহান বিপ্লবী অবদান সম্পর্কে জানা—বোঝা, অধ্যয়ন—আত্মস্থ ও অনুশীলন করা।
প্রেসবিজ্ঞপ্তি