স্টাফ রিপোর্টার
বীর মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী ছিলেন সাহসী, মানবিক ও প্রতিবাদী মানুষ। ছাত্রজীবনে মুক্তিযদ্ধে অংশ নিয়েছেন। সুনামগঞ্জের মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে তাঁর লেখা ‘রক্তাক্ত ৭১ সুনামগঞ্জ’ গ্রন্থ একটি সাহসী প্রয়াস। তিনি ছিলেন ছিলেন একজন দক্ষ সংগঠক। তিনি হাওরের কৃষকদের অধিকার আদায়ে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। অসংখ্য সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে যুক্ত থেকে নেতৃত্ব দিয়েছেন। তিনি নিজেই ছিলেন একটা প্রতিষ্ঠান। বীর মুক্তিযোদ্ধা খসরু আমাদের অহংকার। তাঁর শূন্যতা পূরণ হওয়ার নয়। তাঁর বিদায়ে সুনামগঞ্জ শহরের একটি নক্ষত্রের পতন হয়েছিল।
শুক্রবার সন্ধ্যা ৭টায় ‘বীর মুক্তিযোদ্ধা বজলুল মজিদ খসরু স্মৃতি পরিষদ’ এর আয়োজনে বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট আইনজীবী, লেখক-গবেষক বজলুল মজিদ চৌধুরী খসরু’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন। স্মরণসভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা বজলুল মজিদ খসরু স্মৃতি পরিষদ এর আহ্বায়ক অধ্যাপক পরিমল কান্তি দে।
স্মরণ সভায় বক্তারা আরও বলেন, তিনি যে কাউকে উদ্ভুদ্ধ করে কাজে সম্পৃক্ত করতে পারতেন। বিচক্ষণ ব্যক্তিত্ব বজলুল মজিদ চৌধুরী খসরু ব্যক্তিগত জীবন, কর্ম জীবন, সাংবাদিক, সাংসারিক জীবনে খসরু ছিলেন সফল। যে কোন বিষয় সুন্দরভাবে উপস্থাপন করতে পারতেন তিনি। তাঁর কর্মই তাঁকে আমাদের মাঝে বাঁচিয়ে রাখবে। খসরু ছিলেন সকলের অন্তরের মানুষ। তিনি তাঁর ভাল কাজ কর্মে আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন।
বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আফতাব উদ্দিন, অ্যাডভোকেট হুমায়ূন মঞ্জুর চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, অ্যাডভোকেট স্বপন কুমার দাশ রায়, মুক্তি সংগ্রাম স্মৃতি ট্রাস্টের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালেহ আহমদ, সুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল মোমেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তৈয়বুর রহমান বাবুল, হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরি ভট্টাচার্য, জেলা মহিলা সংস্থার সাধারণ সম্পাদক দিলারা বেগম, বীর মুক্তিযোদ্ধা বজলুল মজিদ খসরু স্মৃতি পরিষদ এর সদস্য সচিব অ্যাডভোকেট আইনুল ইসলাম বাবলু, প্রেসক্লাব সভাপতি পঙ্কজ দে, ব্যাংকার আশরাফ হোসেন লিটন, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরু এর সহধর্মিনী মুনমুন চৌধুরী, ছেলে ড. সউদ ফারহান চৌধুরী দীপ, মেয়ে সারাহ্ ফারহীন চৌধুরী দিয়া প্রমুখ।
স্মরণ সভা সঞ্চালনা করেন জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। স্মরণ সভার শুরুতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে ’বীর মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরু : বীরত্ব ভরা এক বীরের জীবন’ শীর্ষক তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
এছাড়াও সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত এর মা নুরজাহান বখত, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, আ.ত.ম সালেহ, মালেক হোসেন পীর, সাধন ভদ্র, অ্যাড. ফুল কুমার দাশ তালুকদার, অ্যাডভোকেট সত্যব্রত রায় ভুলু এর মৃত্যুতে সভার শোক প্রস্তাব পাঠ করা হয়।
- পিআইসি সিন্ডিকেটের ভয়ে আড়ষ্ট কৃষক
- এলাহী মঞ্জুর চৌধুরী মৃত্যুবার্ষিকী আজ