কাজে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা-পানি সম্পদ সচিব

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান। শনিবার সকালে বিশ্বম্ভরপুর উপজেলার বৃহৎ করচার হাওর, আঙ্গরুলী হাওর, হালির হাওর ও শনির হাওরের আংশিক ফসল রক্ষার বাঁধগুলো পরিদর্শন করেন তিনি।
বাঁধ পরিদর্শনকালে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান বলেন, হাওরাঞ্চলের কৃষকের বোর ফসল সুরক্ষায় বর্তমান সরকার আন্তরিক। বাঁধ নির্মাণের জন্য পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হয়েছে। এ পর্যন্ত বাঁধের কাজ আশানুরুপ ভাবে এগিয়ে যাচ্ছে। এসময় বাধের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি তাগিদ দেন।
তিনি আরও বলেন, হাওরের ফসল রক্ষা বাঁধের কাজে কোন প্রকার অবহেলা অথবা অনিয়ম হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আরও তিনটি টিম পরিদর্শনে আসবে। সর্বশেষ আমাদের মন্ত্রী মহোদয়ও বাঁধ পরিদর্শনে আসবেন।
এসময় উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ সচিব মো. শাহজাহান আলী, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মকসুদ চৌধুরী, বিশ^ম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ, পাউবোর পূর্বাঞ্চলের অতিরিক্ত মহাপরিচালক মো. শহিদুল ইসলাম, পাউবোর উত্তর পূর্বের প্রধান প্রকৌশলী খুশি মোহন সরকার, পাউবোর তত্ত্বাবধাক প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী, পাউবোর সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, উপ সহকারি প্রকৌশলী মনছুর রহমান, ফতেপুর ইউপি চেয়ারম্যান মো. ফারুক আহমদ, বিশ^ম্ভরপুর প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন প্রমুখ।