স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়ন জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে শ্রীমতি বাজারে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও জেলা জাতীয় পার্টির আহবায়ক অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ এমপি।
কাঠইর ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক সেলিম আহমদের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও সুনামগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মনির উদ্দিন, সুনামগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান রসিদ আহাম্মেদ, সুনামগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সজ্জাদুর রহমান সাজু, সুনামগঞ্জ জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজিদ, ফতেপুর ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ, শ্রীমতি বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার কবির, জাতীয় যুব সংহতি সুনামগঞ্জ সদর উপজেলার আহবায়ক শাহিন আহমেদ মিন্টু প্রমুখ।
এর আগে ৫ কোটি ১৬ লক্ষ টাকা ব্যয়ে কাঠইর জয়নগর সড়কের ৫ কিলোমিটার সংষ্কার কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন ও ২ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে ২ কিলোমিটার কাঠইর কলাইয়া রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ্ এমপি। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর এলজিইডির উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন।
- অধ্যক্ষ আকবর আলী আর নেই
- ধর্মপাশায় বিভিন্ন দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা