স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে জাতীয় দৈনিক কালের কণ্ঠের যুগপূর্তি উদযাপিত হয়েছে। সোমবার সন্ধ্যায় শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে অতিথিবৃন্দ জন্মদিনের কেক কেটে যুগপূর্তি উদযাপন করেন।
আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ রজত কান্তি সোম মানস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, সুনামগঞ্জ সরকারি কলেজের সহযোগী অধ্যাপক রোখসানা চৌধুরী, সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, লেখক সুখেন্দু সেন, কবি ইকবাল কাগজী, সুনামগঞ্জ খবরের সম্পাদক পঙ্কজ দে, কবি রুহুল তুহিন প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডভোকেট কল্লোল তালুকদার চপল, প্রভাষক এনামুল কবীর, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক খলিল রহমান, আমাদের সময়ের প্রতিনিধি বিন্দু তালুকদার, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি বুরহান উদ্দিন, শুভ সংঘের সভাপতি এডভোকেট বুরহান উদ্দিন, সাধারণ সম্পাদক মানবেন্দ্র কর, পলি রায়, সাংবাদিক আসাদ মনি প্রমুখ।
- বিশ্বম্ভরপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন
- আল আমীন হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন