‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ এবং ‘বীরকন্যা প্রীতিলতা’ আসছে সুনামগঞ্জে

স্টাফ রিপোর্টার
হাওর অঞ্চলের শ্রমজীবী মানুষের জীবন সংগ্রাম ও সেখানকার সংস্কৃতির উপর নির্মিত ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ এবং ব্রিটিশবিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনের ওপর ভিত্তি করে তৈরি করা দুইটি সিনেমা আসছে সুনামগঞ্জে। জেলা উদীচীর ব্যবস্থাপনায় উদীচী চলচ্চিত্র প্রদর্শনী উদ্বোধন করবেন সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। টিকেট মূল্য ১০০ টাকা, শিক্ষার্থীদের জন্য ৫০ টাকা।
আগামী জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে ১৯ মার্চ ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ প্রদর্শিত হবে। সিনেমাটি তৈরি করেছেন মুহাম্মদ কাইউম।
এদিকে ২০ মার্চ প্রীতিলতা ওয়াদ্দেদার এর দেশপ্রেম,স্বদেশি আন্দোলন, জীবন-সংগ্রামের উপর প্রখ্যাত কথা সাহিত্যিক সেলিনা হোসেনের লেখা ভালোবাসার প্রীতিলতা গল্প অবলম্বনে প্রদীপ ঘোষ নির্মিত বর্তমান সময়ের বহুল আলোচিত সিনেমা ‘বীরকন্যা প্রীতিলতা’ প্রদর্শিত হবে। দুটি প্রদর্শনী হবে বিকেল ৪টা ও সন্ধ্যা ৭টায়।
জহির রায়হান চলচ্চিত্র সংসদের আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমি চলচ্চিত্র সংসদের সার্বিক সহযোগিতায় প্রদর্শনীতে সিনেমার অভিনেতা-অভিনেত্রীদের উপস্থিত থাকার কথা রয়েছে।
টিকেট প্রাপ্তির স্থান:
মধ্যবিত্ত-পৌরবিপনী মার্কেট
ডিজিটাল পয়েন্ট-উকিল পাড়া
স্মার্ট কর্ণার, কোর্ট পয়েন্ট,আল মামুন মার্কেট
সাথী ডিজিটাল ফটো স্টুডিও, হোসেন বখ্ত চত্বর।
পিয়াল-০১৬২৮৯৫৪৯৩৫
অনি-০১৭৭৫৯৫৮১৬৭
অথবা প্রদর্শনীর দিন, প্রদর্শনীর ১ ঘন্টা পূর্ব থেকে শিল্পকলার কাউন্টারে টিকেট পাবেন।