কু-প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ২

জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুরে এক কিশোরীকে (১৪) ধর্ষণের চেষ্টার অভিযোগে দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের শনিবার সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো— বিশ্বনাথ উপজেলার বাইশঘর গ্রামের হোসেন মিয়ার ছেলে মারুফ আহমদ (১৯) ও জগন্নাথপুর উপজেলার পইলবাগ গ্রামের আলা উদ্দিনের ছেলে শফির উদ্দিন (১৯)।
এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে গত শুক্রবার গ্রেপ্তারকৃত দুই জনের নাম উল্লেখ্য করে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। এরআগে গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার মিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযুক্তদের নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে।
জানা গেছে, ভিকটিম ওই কিশোরীকে স্থানীয় মিরপুুর বাজারের বারকাত হোটেল শ্রমিক মারুফ আহমদ বেশকিছু দিন ধরে কু—প্রস্তাব দিয়ে আসছিল। গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে ওই কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বের হন। ওই সময় আগ থেকে ওঁৎ পেতে থাকা অভিযুক্তরা তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। তখন ওই কিশোরীর চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। শনিবার গ্রেপ্তারকৃতদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।