কোয়ালিফাইং ক্রিকেট লীগ শুরু ১৫ ফেব্রুয়ারি

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় কোয়ালিফাইং ক্রিকেট লীগ—২২ শুরু হচ্ছে আগামী ১৫ ফেব্রুয়ারি। খেলাগুলো সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট পরিচালনা কমিটির আহবায়ক অ্যাডভোকেট চৌধুরী আহমদ মুজতবা রাজী।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগ্রহী ক্রিকেট দলগুলি আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে নাম তালিকাভূক্ত করতে পারবে। সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সঞ্চয়ী হিসাব নং—১০০০০৮২৯৩ (সোনালী ব্যাংক, সুনামগঞ্জ) এ এন্ট্রি ফি ২৫,০০০/০০ (পঁচিশ হাজার) টাকা জমা প্রদান করে সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে দলের নাম তালিকাভূক্তির জন্য অনুরোধ করা যাচ্ছে। কোয়ালিফাইং লীগের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল ২য় বিভাগে উত্তীর্ণ হবে।
উল্লেখ্য, সুনামগঞ্জ জেলার সকল ক্রিকেট খেলোয়াড় কোয়ালিফাইং ক্রিকেট লীগ—২২ এ অংশগ্রহণ করতে পারবে।
প্রেসবিজ্ঞপ্তি