ক্রিকেটে অঞ্চল সেরা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়

জামালগঞ্জ প্রতিনিধি
ক্রিকেটে অঞ্চল ভিত্তিক সেরা হয়েছে জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। সোমবার সিলেট আবুলমাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে ব্রাহ্মণবাড়ীয়া জেলার অনিন্দ সরকারী উচ্চ বিদ্যালয়কে ১৭ রানে পরাজিত করে চ্যাম্পিয়ান হয় জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়।
৫১তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতায় (স্কুল-মাদ্রাসা) পর্যায়ে এর আগে গত ২৪শে জানুয়ারি সিলেট বিভাগীয় সেরা হয়েছিল জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়।
জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অঞ্চলের সেরা হওয়ায় অভিনন্দন জানিয়ে সিলেট বিভাগীয় কমিশনার ড. মোশাররফ হোসেন বলেন, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অভিনন্দন। দোয়া করি তারা যেন দেশ সেরা হয়ে সিলেট বিভাগের সম্মান বয়ে আনে।
জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অঞ্চল সেরা হওয়ায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
এছাড়াও অভিনন্দন জানিয়েছেন- সুনামগঞ্জ জেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল-আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ^জিত দেব, সহকারী কমিশনার (ভূমি) তনুকা ভৌমিক, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ আব্দুন নাসের, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রাণী তালুকদার, ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আব্দুল মুকিত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, সুনামগঞ্জ জেলা ভাটি বাংলা কুস্তি ফেডারেশনের সভাপতি নুরুল হক আফিন্দী প্রমুখ।
জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীতোষ কুমার তালুকদার বলেন, আমার স্কুলের ছেলেরা ক্রিকেটে অঞ্চল ভিত্তিক সেরা হয়ে উপজেলা তথা সিলেট বিভাগের গৌরব অর্জন করেছে। যে জয়ে সম্মানিত হয়েছে জামালগঞ্জ উপজেলা সহ সিলেটবাসী। আমরা তাদের জন্য গর্ববোধ করি। বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দোয়া করবেন, তারা যেন আগামীতে দেশ সেরা হতে পারে।