ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে সেলাই মেশিন ও কাপড় বিতরণ

স্টাফ রির্পোটার
সুনামগঞ্জ পৌর শহরের ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে সেলাই মেশিন ও কাপড় বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে হাছননগর এলাকায় ওয়ার্ল্ড ভিশন সুনামগঞ্জ এরিয়া প্রোগামের আয়োজনে ইউপিজি প্রোগ্রামের নন—ফাম উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন ও কাপড় বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ শাহিনুর আলম, পৌরসভার প্যানেল মেয়র আহমদ নূর, মহিলা প্যানেল মেয়র সৈয়দা জাহানারা বেগম, ওয়ার্ল্ড ভিশন সুনামগঞ্জের এপি ম্যানাজার স্টিপ তাপস চিসিমের, প্রোগ্রাম অফিসার উত্তম হালদার, প্রোগাম কোয়ালিটি ও স্পেশালিস্ট অফিসার প্রনব দেব, স্পন্সরশীপ ্ চাইল্ড প্রজেক্টর অফিসার অপূর্ব সিচিম, প্রোগ্রাম অফিসার উত্তম চক্রবতী প্রমুখ।
সুনামগঞ্জ পৌর শহরের ২২ জন ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে ২২ টি সেলাই মেশিন ও ২৪০ গজ কাপড় বিতরণ করা হয়।
এদিকে—পি.অ্যান্ড জি প্রকল্পের আওতায় ওয়ার্ল্ড ভিশন সুনামগঞ্জ সদর এপির উদ্যোগে নিরাপদ পানি ব্যবস্থা নিশ্চিতকরণ অবহিকরণ সভা সদর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।