স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরের সবচেয়ে ঝুঁকিপূর্ণ পাঁচনালিয়া ফসলরক্ষা বাঁধ কয়েক স্থানে দেবে গেছে এবং ফাটল ধরেছে। দক্ষিণ বড়দল ইউনিয়নের মাটিয়ান হাওরের বৃহৎ এই বাঁধটি এ বছর ৩টি প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে। বরাদ্দ দেয়া হয়েছে ৭০ লক্ষ টাকা।
প্রকল্পের সভাপতি ইউপি সদস্য সামায়ুন কবির বলেন, বাঁধটি সকালে কয়েক স্থানে দেবে গেছে এবং ফাটল ধরেছে।
এদিকে সোমবার বিকালে পাঁচনালিয়া বাঁধ পরিদর্শনে করেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বাঁধ পরিদর্শনে উপস্থিত উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অমল কান্তি কর, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, আওয়ামী লীগ সদস্য নবাব মিয়া, কুতুব উদ্দিন, উপজেলা শ্রমিকলীগ যুগ্ম-আহবায়ক কবিন্দ্র চন্দ, তাহিরপুর সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি সাজিদুর রহমান, উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক মনিরাজ শাহ প্রমুখ।
তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অমল কান্তি কর বলেন, পাঁচনালিয়া বাঁধটি কয়েক স্থানে দেবে গেছে। এ বিষয়টি তিনি সুনামগঞ্জ জেলা প্রশাসককে অবহিত করেছেন বলে জানান।
- জগন্নাথপুরে উপনির্বাচনে সকল প্রার্থীর মনোনয়নই বৈধ
- শাহ ক্বারি নূর আলী (র.) এর উরস সমপন্ন