স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেয়ার অভিযোগ ওঠেছে। খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার কর্তৃক ১৫ টাকা দরে ৩০ কেজি চাল ৪৫০ টাকায় বিক্রি করা হয় কার্ডধারীদের নিকট। ডিলার কার্ডধারীদের ৩০ কেজি চাল ওজন করে না দিয়ে বালতি দিয়ে চাল বিক্রি করছেন। চাল গ্রহণ করে কার্ডধারীরা পুনরায় মেপে দেখেন তাদের ২৫ কেজি করে চাল দেয়া হচ্ছে।
শ্রীপুর উত্তর ইউনিয়নের মুজরাই গ্রামের বরুন বর্মণ জানান, বুধবার ডিলার এরশাদুল তালুকদারের নিকট থেকে খাদ্যবান্ধব কর্মসূচির চাল মেপে দেখেন ২৫ কেজি হয়েছে।
মইয়্যাজুরি গ্রামের আসাদ নূর জানান, অন্যবার ডিলার তাদের ৩০ কেজি প্যাকেটের চাল ৪৫০ টাকায় তাদের দিতো। এবার বড় বস্তায় চাল থাকার কারণে ডিলার বস্তা খুলে তাদের বালতি দিয়ে চাল দিয়েছে। মেপে দেখেন চাল ২৬ কেজি হয়েছে।
মন্দিয়াতা গ্রামের শফিকুল ইসলাম বলেন, বড় বস্তা থেকে চাল নিলেই ওজনে কম হয়। ছোট বস্তায় চাল নিলে কোন সমস্যা হয় না। অর্থাৎ ছোট বস্তায় ৩০ কেজির প্যাকেট থাকে। বড় বস্তা থেকে নিলে বস্তা খুলে চাল নিতে হয়। এজন্যই ওজনে চাল কম হয়। চাল কম দেয়ার বিষয়টি নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানিয়েছেন।
শ্রীপুর উত্তর ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার এরশাদুল তালুকদার বলেন, চাল বিতরইের সময় তিনি বাইরে ছিলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখছেন বলে তিনি জানান।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিএম মুসফিকুর রহমান বলেন, চাল কম দেয়ার বিষয়টি তদন্ত করে দেখা হবে। তদন্তে প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে।
- জামালগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রদের ৪ লক্ষ টাকা অর্থ সহায়তা
- মধ্যনগরে অপপ্রচার দাবি করে যুবলীগ নেতার সংবাদ সম্মেলন