খেলার মাঠের মাটি কেটে বাঁধ নির্মাণ/ দিরাইয়ে সংঘর্ষে আহত ২০

দিরাই সংবাদদাতা
দিরাইয়ে খেলার মাঠের মাটি কেটে হাওর রক্ষা বাঁধ নির্মাণের ঘটনাকে কেন্দ্র করে তিন গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
সোমবার দুপুরে উপজলার রফিনগর ইউনিয়নের পুরন্দরপুর, দুর্লভপুর ও আলীপুর গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদিকে গুরুতর আহত আশু সরকার, দিলীপ সরকার, চয়ন সরকারকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, কালিয়াকুটা হাওর উপ-প্রকল্পের ২২ নং প্রকল্প বাস্তবায়ন কমিটি আলীপুর গ্রামের এজমালি সম্পত্তি (বর্তমান ফুটবল খেলার মাঠ) থেকে মাটি কেটে হাওর রক্ষা বাঁধ নির্মাণের কাজ করছিলেন। আলীপুর গ্রামবাসী এতে বাধা দিলে প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি পুরন্দরপুর গ্রামের নারায়ণ চক্রবর্তী ও দুর্লভপুর গ্রামের সাধারণ সম্পাদক সদন সরকারের সাথে আলীপুর গ্রামবাসীর কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে নারায়ণ চক্রবর্তী ও সদন সরকারের নেতৃত্বে সোমবার দুপুরে পুরন্দরপুর ও দুর্লভপুর গ্রামের শতাধিক লোকের সাথে আলীপুর গ্রামবাসীর সংঘর্ষ বাধে।
রফিনগর ইউনিয়ন চেয়ারম্যান শৈলেন চন্দ্র দাস বলেন, এ বিষয়টি আমরা আগেই শেষ করে দিয়েছিলাম, কিন্তু আজকে এক্সেকেভেটর দিয়ে মাটি কাটায় আলীপুর গ্রামবাসী মাটি বাধা দেয়া। আলীপুর গ্রামবাসী চায় তারা এখানে ধান শুকাতে আর পুরন্দরপুর ও দুর্লভপুর গ্রামবাসী চায় জমি বানাতে এর জের ধরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। আমি ও আমার ইউনিয়ন পরিষদের সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।
এ বিষয়ে দিরাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।