গঙ্গাস্নান ও ওরস/ কেউ বিশৃঙ্খলা করলে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ

স্টাফ রিপোর্টার
পণতীর্থ গঙ্গাস্নান ও বারুণী মেলা এবং হযরত শাহ আরেফিন (র) এর বার্ষিক ওরসে ভক্তবৃন্দ এবং দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে ব্রিফিং প্যারেডে ডিউটিতে মোতায়েনকৃত পুলিশ সদস্যদের দিক নির্দেশনা দেন পুলিশ সুপার মো. এহসান শাহ। তিনি বলেন, পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কবস্থায় থেকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে দ্রুত তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।
ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রিপন কুমার মোদক, তাহিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সাহিদুর রহমান, ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ আহমেদ, ডিআইও-১ আজিজুর রহমান, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন সহ ডিউটিতে মোতায়েনকৃত পুলিশের সকল পদমর্যাদার সদস্যগণ।
এসময় আরও জানানো হয়- পণতীর্থ গঙ্গাস্নান ও বারুণী মেলা এবং হযরত শাহ আরেফিন (র) এর বার্ষিক ওরস উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত ও ভারত থেকে বিপুল সংখ্যক দর্শনার্থীর আগমন হয়। ভক্তবৃন্দ এবং দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সুনামগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা ডিউটিতে বিপুল সংখ্যক পোষাকধারী পুলিশ সদস্যদের পাশাপাশি সাদা পোষাকে জেলার বিশেষ শাখার পুলিশ সদস্যগণ মোতায়েন থাকবে।
প্রসঙ্গত, শ্রীশ্রী অদ্বৈত জন্মধাম পণতীর্থে গঙ্গাস্নান আগামী ১৯ মার্চ রবিবার। ঐ দিন রাত ৯টা ১৪ মিনিট ১৫ সেকেন্ড থেকে ৪টা ৬ মিনিট ৫০ সেকেন্ড পর্যন্ত মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে (মহাবারুণী) গঙ্গাস্নান অনুষ্ঠিত হবে।
এদিকে ১৯ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত রাজারগাঁওয়ের নিকটবর্তী লাউড়েরগড় এলাকায় শাহ আরেফিনের মোকামে হযরত শাহজালালের (র.) সঙ্গী হযরত শাহ আরেফিনের (র.) বার্ষিক ওরস মোবারক শুরু অনুষ্ঠিত হবে।