ছাতক প্রতিনিধি
ছাতকের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক আনুষ্ঠানিকভাবে কাটেন প্রধান অতিথি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন। পরে ছাতকে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক বাকি বিল্লাহ’।
পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, দেশবাসীর এ চরম ক্রান্তিলগ্নে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। গণতন্ত্র বিহীন দেশে এখন বাক স্বাধীনতার অধিকার হারিয়ে ফেলেছে মানুষ। দেশবাসী এ জুলুম সরকারের উপর ন্যায়বিচার প্রত্যাশা করতে পারছে না। সরকার তার ইচ্ছে মতই সব কিছু নিয়ন্ত্রণ করে যাচ্ছে।
তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সহ সম্পাদক ও ছাতক পৌরসভার কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন। বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক তোফায়েল খান বিপন, পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক শাহরিয়ার তারেক, খলিলুর রহমান, মতিউর রহমান মতি, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক সৈয়দুল ইসলাম, সদস্য মাহমুদ আলী, জসিম উদ্দিন, যুবদল নেতা জয়নাল আবেদীন রফিক, ফখরুল আলম, কামাল উদ্দিন, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল বাকী মুহিত, জেলা ছাত্রদলের সদস্য সৈয়দ মেহেদী, ছাতক পৌর ছাত্রদলের আহবায়ক সাচ্ছা আবেদীন প্রমুখ।
এসময় উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক সুলেমান মিয়া, জাহাঙ্গীর আলম রাসেল, পৌর স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মাহমুদুর রহমান শাহীন, সুহেল আহমদ, উপজেলা আহবায়ক কমিটির সদস্য তারেক আহমদ, মাহমদ আলী, মোহাম্মদ আলী, স্বেচ্ছাসেবকদল নেতা দুলাল মিয়া, জাভেদ আহমদ, মুরাদ আহমদ, মিলন মিয়া, আব্দুল মমিন, তোতা মিয়া, আলী নূর, তোফাজ্জল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
- যাত্রীসেবা বাড়ানোর দাবি স্থানীয়দের
- পর্যটনস্পটে ভিড়