শান্তিগঞ্জ অফিস
সুনামগঞ্জ সদর উপজেলার গোবিন্দপুর মাস্টার বাড়িতে আব্দুল জব্বার ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (লেপ) বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় আব্দুল জব্বার ফাউন্ডেশনের পরিচালক মঞ্জুরুল মাআবুদ’র সভাপতিত্বে এবং ছাব্বির আল মাআবুদ’র পরিচালনায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র (লেপ) বিতরণের পূর্বে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সুনামগঞ্জ জেলা নিকাহ রেজিস্ট্রার সমিতির সাংগঠনিক সম্পাদক কাজী মো. জমিরুল ইসলাম মমতাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ইয়োথ জার্নালিষ্ট ফোরামের সভাপতি মো. আমিনুল হক,শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক, লন্ডন প্রবাসী খসরু মিয়া, ওয়ারিছুলগণি খালেদ।
এ সময় উপস্থিত ছিলেন গোবিন্দপুর জামে মসজিদের ইমাম ও খতিব তৌফিকুল ইসলাম, সমাজসেবক সিতারা মিয়া,হাসানুল গফফার, মো. জসীম উদ্দীন, মো. খলিলুর রহমান, মো. মিলন মিয়া, আব্দুল জব্বার ফাউন্ডেশ এর উপদেষ্টা সাফাওয়াত জাহান, পরিচালক আবিদ আল মাআবুদ প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথি বৃন্দ শীতার্তদের মাঝে শীতবস্ত্র (লেপ) বিতরণ করেন।
- জামালগঞ্জে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ
- দারিদ্রসীমা ৪০ থেকে ২১ শতাংশে এনেছে সরকার: স্পিকার