গোবিন্দবাজার ইজারায় অনিয়মের অভিযোগ

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার গোবিন্দবাজার ইজারায় অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। জেলা প্রশাসকের বরাবর ২০ ফেব্রুয়ারি বাজারের বর্তমান ইজারাদার কামাল হোসেন লিলু লিখিতভাবে এমন অভিযোগ করেছেন।
জেলা প্রশাসক কার্যালয়ে দেওয়া লিখিত অভিযোগ ও সুবিধা বঞ্চিত ব্যবসায়ীদের কাছ থেকে জানা গেছে, গত ১৭ জানুয়ারি হাট বাজার ইজারার সিদ্ধান্ত নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরে ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তির প্রকাশিত বিজ্ঞাপন গোপন করে মোটা অংকের উৎকোচের বিনিময়ে সম্প্রতি ইজারা কমিটির সভাপতি একপক্ষ কে দরপত্র আহ্বানের সুযোগ দিয়ে দরপত্র কার্যক্রম বাস্তবায়ন করেন। এতে দরপত্র প্রক্রিয়ায় অনেকেই ইচ্ছে থাকাস্বত্বেও অংশগ্রহণ করতে পারেনি।
গোবিন্দ বাজার ইজারাদার কামাল হোসেন লিলু জানান, হাট বাজারের ইজারা বিজ্ঞপ্তি স্থানীয় ইউনিয়ন পরিষদ এবং বহুল প্রচারিত জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় প্রকাশের কথা থাকলেও আর্থিক সুবিধা নিয়ে কপক্ষ কে বিশেষ সুযোগ দিতে গোপনে দরপত্র ও ইজারা কার্যক্রম বাস্তবায়ন করেন ইজারা কমিটির সভাপতি। এতে বর্তমান ইজারাদার হিসেবে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি। এছাড়াও আরও অনেকেই ইচ্ছে থাকা স্বত্বে দরপত্রে অংশগ্রহণ করতে পারেনি। তাই পুনরায় দরপত্র আহ্বান করার দাবি জানাই।
এ বিষয়ে জানতে চাইলে হাট বাজার ইজারা কমিটির সভাপতি ইউএনও সাজেদুল ইসলামের কার্যালয়ে গিয়ে জানা গেল, তিনি সুনামগঞ্জে মিটিংয়ে আছেন। মুঠোফোনে যোগাযোগ করা হয়ে তিনি ফোন রিসিভ করেননি।
জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, অভিযোগ তদন্ত করে দেখা হবে।