স্টাফ রিপোর্টার, তাহিরপুর
চাঁদা না দেয়ায় তাহিরপুরে হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণ কাজের এক্সকেভেটরের (মাটিকাটার মেশিন) মালামাল ও তেল নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বর্ধিত গুরমা হাওরের ৩৫ নম্বর প্রকল্পে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রকল্পের সভাপতি মাহমুদুল হাসান মনি শনিবার দুপুরে ৪ দুর্বৃত্তের নাম উল্লেখ করে তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনায় প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযুক্তরা হলো শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের দুর্লভপুর গ্রামের খোকন তালুকদার (৪৮), হাফিজুর রহমান (৪০), আজাদ মিয়া (৩০) ও সৈয়দনূও (৪০)।
বর্ধিত গুরমা হাওরের ৩৫ নম্বর প্রকল্পের সভাপতি মাহমুদুল হাসান মনি জানান, চাঁদাবাজরা প্রকল্পের কাজের শুরু থেকেই তার নিকট ৫০ হাজার টাকা দাবি করে আসছিল। টাকা না দিলে বাঁধ সংলগ্ন সরকারি খাস ভূমি থেকে কিছুতেই মাটি কাটতে দিবে না, এ ধরনের হুমকি দিয়ে আসছিল তারা। এক্সকেভেটরের মালামাল দুর্বৃত্তরা নিয়ে যাওয়ায় এখন প্রকল্প কাজ একবারেই বন্ধ রয়েছে। তিনি আরও জানান, প্রায় ৩ লক্ষ টাকা মালামাল নিয়ে গেছে ওরা।
তাহিরপুর থানার উপ-পরিদর্শক হেলাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি শীঘ্রই তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
- মধ্যনগরে ফাল্গুনি মেলা অনুষ্ঠিত
- সুনামগঞ্জে খেলাঘরের সম্মেলন সভাপতি বিজন/ সম্পাদক রাজু