চাকরীর প্রলোভনে টাকা আত্মসাত/ সর্বস্বান্ত ৪ দিনমজুর পরিবার

জামালগঞ্জ প্রতিনিধি
চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে জামালগঞ্জে ৪ জনের কাছ থেকে ২ লাখ টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক। প্রতারণার শিকার ৪ দিনমজুর পরিবার হয়েছে সর্বস্বান্ত। রবিবার দুপুরে প্রতারণার শিকার পরিবারের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেন ভূক্তভোগীরা। ঐ প্রতারক জামালগঞ্জ সদর ইউনিয়নের চানপুর গ্রামের মৃত. বজলু মিয়ার ছেলে প্রতারক বশির আহমদ।
লিখিত অভিযোগে জানা যায় একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরী দেওয়ার কথা বলে জামালগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের অলি মাহমুদের স্ত্রী হাকিমা বেগম, ইউনুছ আলীর স্ত্রী রেজিয়া, আব্দুর রাজ্জাকের ছেলে মফিজুল ইসলাম, হোসেনপুর গ্রামের আকলিমার নিকট থেকে বছর খানেক আগে প্রায় ৫০ হাজার টাকা করে নেয়। এসময় চকুরী প্রত্যাশীরা হাঁস-মুরগী ও চড়া সুদে টাকা ঋণ নিয়ে প্রতারক বশির আহমেদকে টাকা দেয়। ‘ বছর পেরিয়ে গেলে ভূক্তভোগীরা টাকা ফেরত চান। কিন্তু প্রতারক চাকুরী দেই দিচ্ছি বলে টাল বাহানা করে আসছে। প্রতারক বশির আহমদ বর্তমানে দক্ষিণ কামলাবাজ গ্রামে ভাড়া বাসায় থাকে।
এ বিষয়ে বশির আহমদ বলেন, প্রথম কিস্তির টাকা ফেরত দেওয়া হয়েছে। ত্রিশ হাজার টাকা দেওয়ার জন্য আমি ঢাকায় অফিসে আসছি, কিছুদিন সময় পেলে টাকাগুলা দিয়ে দিব।
জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ^জিত দেব জানান, অভিযোগ এখনো দেখিনি, অভিযোগের বিষয়ে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।