স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে অভিযানে প্রায় চার লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য মদ, বিয়ার, কয়লা, চিনি, অলিভ ওয়েল, সাবান এবং গরু আটক করেছে ২৮- বিজিবি টিম।
জানা যায়, চিনাকান্দি বিওপির টহল দল ১১ মে বৃহস্পতিবার বিশ্বম্ভরপুর উপজেলাধীন ৩নং ধনপুর ইউনিয়নের রাজাপাড়া হতে ৪৩ কেজি ভারতীয় চিনি, ডলুরা বিওপির টহল দল বিশ্বম্ভরপুর উপজেলাধীন ১নং সলুকাবাদ ইউনিয়নের পাহাড় বিলাশ হতে ৩৬০কেজি ভারতীয় চিনি, নারায়ণতলা বিওপির টহল দল সদর উপজেলাধীন ১নং জাহাঙ্গীরনগর ইউনিয়নের কামারভিটা হতে ৯০ কেজি ভারতীয় চিনি, বাঁশতলা বিওপির টহল দল দোয়ারাবাজার উপজেলাধীন ১নং বাংলাবাজার ইউনিয়নের মাওলার পাড় হতে ৯০ কেজি ভারতীয় চিনি, বাগানবাড়ী বিওপির টহল দল দোয়ারাবাজার উপজেলাধীন ৮নং বোগলাবাজার ইউনিয়নের তালতলা হতে ১০ বোতল ভারতীয় মদ, মাঠগাঁও বিওপির টহল দল দোয়ারাবাজার উপজেলাধীন ৭নং লক্ষীপুর ইউনিয়নের দর্পগ্রাম নামক স্থান হতে ০২ টি ভারতীয় গরু, নারায়ণতলা বিওপির টহল দল সদর উপজেলাধীন ১নং জাহাঙ্গীরনগর ইউনিয়নের গুচ্ছগ্রাম নামক স্থান হতে ১১ বোতল ভারতীয় মদ এবং ০৬ বোতল বিয়ার, টেকেরঘাট বিওপির টহল দল তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের বুরুংগাছড়া নামক স্থান হতে ১,৪০০ কেজি ভারতীয় কয়লা আটক করেছে।
লাউরগড় বিওপির টহল দল ১২ মে শুক্রবার তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নের শাহ আরেফিন নামক স্থান হতে ১৫০০ কেজি ভারতীয় কয়লা, চিনাকান্দি বিওপির টহল দল উপজেলাধীন ৩নং ধনপুর ইউনিয়নের চিনাকান্দি নামক স্থান হতে ৫৬০ কেজি ভারতীয় চিনি। মাঠগাঁও বিওপির টহল দল দোয়ারাবাজার উপজেলাধীন ৭নং লক্ষীপুর ইউনিয়নের ভাংগাপাড়া খেয়াঘাট নামক স্থান হতে ৩৯৭ বোতল ভারতীয় অলিভ ওয়েল। বাংগালভিটা বিওপির টহল দল মধ্যনগর উপজেলাধীন ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের মাঝেরছড়া হতে ৭২ পিস ভারতীয় সাবান আটক করেছে।
আটককৃত এসব পণ্যের সর্বমোট মূল্য ৪ লক্ষ ৩৪ হাজার ৪০০ টাকা ।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮- বিজিবির পরিচালক লে. ক. মো. মাহবুবুর রহমান জানান, আটককৃত মদ ও বিয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ভারতীয় কয়লা, চিনি, অলিভ ওয়েল, সাবান এবং গরু শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
- অনন্ত বিজয় স্মরণ: স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি
- তেঘরিয়া লম্বাহাটি প্রিমিয়ার ফুটবল লীগের উদ্বোধন