চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির সংগ্রহশালায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন’র সার্বিক পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বুরহান উদ্দিন, জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী, সুনামকন্ঠের সম্পাদক বিজন সেন রায়, চিত্রশিল্পী রুনা লেইস প্রমুখ।
এদিকে সুনামগঞ্জ বিয়াম ল্যাবরেটরী স্কুলের আয়োজনে দুপুর ১২টায় চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণির শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের আর্ট শিক্ষক দেবাশীষ রায় (শুভ), সহকারী শিক্ষক দিপায়ন চৌধুরী, অভিজিৎ রায়, রাকিব হাসান।
এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবুল হাসান সহ সহকারী শিক্ষকগণ। প্রতিযোগিতার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের স্থান ও সময় পরবর্তীতে জানানো হবে।