স্টাফ রিপোর্টার, তাহিরপুর
পাটলাই নদী দিয়ে চুরাই কয়লা পরিবহনকারী দুইটি নৌকাকে আটক করেছে তাহিরপুর থানা পুলিশ। শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানা পুলিশ উপজেলার পাঠাবুকা গ্রামের সম্মূখ দিয়ে বয়ে যাওয়া পাটলাই নদী থেকে বোঝাইভর্তি দু’টি কয়লা নৌকা আটক করে থানায় নিয়ে আসে। তবে এ বিষয়ে তাহিরপুর থানার উপ-পরিদর্শক গোলাম হক্কানী বলেন, চুরাই কয়লা থানা পুলিশ আটক করেনি। স্থানীয় সাংবাদিকরা চুরাই কয়লার নৌকা আটক করে পরে সমঝোতা করে ছেড়ে দিয়েছে। সংবাদ পেয়ে তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোঝাইভর্তি দুটি চুরাই কয়লার নৌকা আটক করে। তবে এ সময় কয়লার মালিক অথবা নৌকার মাঝি কাউকে আটক করা সম্ভব হয়নি।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, আটককৃত কয়লার একটি নৌকার মালিক দাবী করেছে তাদের বৈধ কাগজ পত্র আছে। যাচাইবাছাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।
- দোয়ারাবাজারে বড়খাল বহুমুখী স্কুল ও কলেজের নির্বাচন সম্পন্ন
- আপনি আচরি ধর্ম পরেরে শিখায়