ছাতকে এক পরিবারকে ছাগল প্রদান

ছাতক প্রতিনিধি
ছাতকে আর্ন এন্ড লাইভ সংস্থার উদ্যোগে এক অসহায় পরিবারকে দুটি ছাগল প্রদান করা হয়েছে। শনিবার বিকালে বিধবা সোজনা বেগমের হাতে ছাগল দুইটি তুলে দেন আর্ন এন্ড লাইভ’র সদস্য ছাতক সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন। এর আগে ওই পরিবারকে সংস্থার পক্ষ থেকে পর্যাপ্ত খাদ্য সামগ্রীও প্রদান করা হয়েছে। অসহায় পরিবারকে স্বাবলম্বি করার উদ্দেশ্যে আর্ন এন্ড লাইভ প্রকল্পের আওয়তায় ছাগল প্রদান করা হয়। ৫ সন্তানের জননী বিধবা জোসনা বেগম ছাতক পৌরসভার ৯নং ওয়ার্ডের মৃত আল আমিনের স্ত্রী।