ছাতক প্রতিনিধি
ছাতকে এখলাছ মিয়া (৪০) নামের এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে উপজেলার সদর ইউনিয়নের আন্ধারীগাঁও এলাকার সুরমা নদী থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। এখলাছ মিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ গনেশপুর গ্রামের মৃত. বশর উদ্দিনের পুত্র। এ ঘটনায় জড়িত সন্দেহে মিলন মিয়া নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সে একই গ্রামের মৃত. খলিল মিয়ার পুত্র।
জানা যায়, ২২ মে সন্ধ্যায় স্থানীয় কয়েকজন ব্যক্তির ডাকে বাড়ি থেকে বের হয়ে এখলাছ মিয়া আর বাড়িতে ফিরে যায়নি। সে নিখেঁাজ হওয়ার ঘটনায় তার স্ত্রী রোজিনা বেগম ২৩ মে ছাতক থানায় একটি জিডি এন্ট্রি (নং—১৪৯২) করেন। জিডির প্রেক্ষিতে মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে মিলন মিয়াকে আটক করে পুলিশ। বুধবার সকালে সুরমা নদীতে ভাসমান লাশ দেখে স্থানীরা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরে তার স্বজনরা থানায় এসে এখলাছ মিয়ার লাশ সনাক্ত করেন। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
এ ব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাইনুল জাকির আটকের কথা স্বীকার করে জানান, লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
- আবেগঘন পরিবেশে বিদায় নিলেন বিশ্বজিত দেব
- জাতীয় গড়ের চেয়ে বেশি দারিদ্র্য হাওর, উপকূল, চরাঞ্চলে কৃষিমন্ত্রী