ছাতকে কনকচাঁপা খেলাঘর আসরে শিশু উৎসব

ছাতক প্রতিনিধি
জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন উপলক্ষে ছাতক কনকচাঁপা খেলাঘর আসরে পালন করা হয়েছে শিশু উৎসব। শুক্রবার সকাল ১০টা থেকে নানা আয়োজনের মধ্য দিয়ে শিশু দিবস পালন করে খেলাঘর আসরের শিশু—কিশোররা। সকালে খেলাঘর আসর থেকে বের করা হয় এক বর্ণাঢ্য র‌্যালি। র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করা হয়। দুপুরে খেলাঘর আসর কার্যালয়ে কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদযাপন করা হয়। আনুষ্ঠানিকভাবে জন্মদিনের কেক কেটে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরী। কনকচাঁপা খেলাঘর আসরের সভাপতি কেতকী রঞ্জন আচার্যের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিজয় রায়ের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইসলাম উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সুয়েব আহমদ, ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিব, খেলাঘর আসরের সাংস্কৃতিক সম্পাদক তমাল পোদ্দার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, শিক্ষক প্রনব দাস মিটু প্রমুখ। এসময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, সাংবাদিক সাকির আমিন, সংগীত শিক্ষক অজিত কুমার দাস, খেলাঘর আসরের সাংগঠনিক সম্পাদক বদরুল আমিন রুবেল, নৃত্যর শিক্ষিকা ঈশিতা দাস সহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। খেলাঘর আসরের ক্ষুদে শিল্পীদের নৃত্য ও সংগীত পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানটি প্রানবন্ত হয়ে উঠে।