ছাতক প্রতিনিধি
ছাতক কনকচাঁপা খেলাঘর আসর কার্যালয়ে খেলাঘর আসরের প্রাক্তন সদস্য, কানাডা প্রবাসী সবিতা চৌধুরী ও তার স্বামী কিশোর চৌধুরীকে সংবর্ধনা দেয়া হয়েছে। কনকচাঁপা খেলাঘর আসরের উদ্যোগে শুক্রবার সকালে কনকচাঁপা খেলাঘর আসরের প্রাক্তন সদস্য কানাডা প্রবাসী সবিতা চৌধুরী ও তার স্বামী কিশোর চৌধুরীকে এ সংবর্ধনা দেয়া হয়।
খেলাঘর আসরের সভাপতি কেতকী রঞ্জন আচার্যের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিজয় রায়ের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আফসার আহমদ, কনকচাঁপা খেলাঘর আসরের সিনিয়র সহ সভাপতি, সুনামগঞ্জ সদর উপজেলা সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর। বক্তব্য রাখেন, শিক্ষিকা শাহানারা বেগম ডলি, খেলাঘর আসরের প্রাক্তন সদস্য শিখা দে, শিক্ষিকা ও প্রাক্তন সদস্য বাসবী চৌধুরী লিলি, খেলাঘর আসরের সাংগঠনিক সম্পাদক বদরুল আমিন রুবেল, আসরের সংগীত শিক্ষক অজিত কুমার দাস, নৃত্যের শিক্ষক ঈশিতা দাস, খেলাঘর আসরের প্রচার সম্পাদক আনসার মিয়া, সদস্য শাওন আচার্য প্রমুখ। সংবর্ধনা শেষে সংগীত পরিবেশন করেন সংবর্ধিত অতিথি সবিতা চৌধুরী, খেলাঘর আসরের ক্ষুদে শিল্পী অর্থি আচার্য, নৃত্য পরিবেশন করেন নওশিন আজাদ নিশাত, দিয়া, কথা দাস বর্ষা, প্রিয়াম পাল, মুন দাস।
- শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্ম-মহোৎসব অনুষ্ঠিত
- জামালগঞ্জে মিনি নাইট ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত জামালগঞ্জে এমপি রতন