ছাতক প্রতিনিধি
ছাতকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ আন্ত:প্রাথমিক বিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলার জাউয়া বাজার ডিগ্রি কলেজ মাঠে ২ দিন ব্যাপি এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান। এ উপলক্ষে দেবেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফার সভাপতিত্বে ও জাউয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এস এম মিসবাহউজ্জান শিলুর পরিচালনায় উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুভাষ চন্দ্র চক্রবর্তী, ইউ আর সির ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিব। খেলা পরিচালনায় করেন, সহকারী শিক্ষক আব্দুর রর ও আল আমিন।
- নিউজ২৪ টেলিভিশনের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- ছাতকে স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন