ছাতকে বন্যার পানিতে ডুবে শিশু সহ ৮ জনের মৃত্যু

ছাতক প্রতিনিধি
ছাতকে স্মরণকালের ভয়াবহ বন্যার পানিতে ডুবে এক শিশু সহ ৮ জনের মৃত্যু ঘটেছে। উপজেলার বিভিন্ন এলাকায় বন্যার পানিতে ডুবে তাদের মমান্তিক মৃত্যু ঘটে। উপজেলার কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও গ্রামের সুরুজ আলীর পু্ত্র মানষিক প্রতিবন্ধী তমাল (১৮). ছাতক শহরের বাগবাড়ী এলাকার বাসিন্দা ব্যবসায়ী পীযুষ দে (৪৮). উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের রাধানগর গ্রামের বাসিন্দা খালেদ মিয়া, জাউয়া বাজার ইউনিয়নের চৌকা গ্রামের বাসিন্দা অশোক দাস (১৮), উত্তর খুরমা ইউনিয়নের নাদামপুর গ্রামের বাসিন্দা মখলিছুর রহমান(৪৫), গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের দিঘলী গ্রামের বাসিন্দা অজিত রায়(২২), সিংচাপইড় ইউনিয়নের কালিপুর গ্রামের নুরুজ্জামানের কন্যা হানিফা বেগম(০৯) এবং বিশ্বম্ভপুর উপজেলার বাসিন্দা হাফিজ আলী(৩২)’র মৃত্যু হয় বন্যার পানিতে ডুবে।
১৮ জুন থেকে ২২ জুনের মধ্যে পানিতে ডুবে তাদের মৃত্যু ঘটেছে। এর মধ্যে নৌকা চালিয়ে যাওয়ার সময় হাতে থাকা লগি বিদ্যুতের তার স্পর্শ করলে বৈদ্যুতিক শটে পানিতে পড়ে হাফিজ আলীর মৃত্যু হয়। বন্যার পানি ঘরে প্রবেশ করলে আশ্রয় নিতে এসে নৌকা ডুবিতে মৃত্যু হয় শিশু হানিফা বেগমের। বাড়ির আঙ্গিনা থেকে বন্যার পানির স্রোতে ভেসে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে প্রতিবন্ধী তমাল। অন্যান্যদের ভাসামান লাশ উদ্ধার করে স্বজনরা দাফন ও দাহ করেছে বলে জানা গেছে।