ছাতকে বেদে সম্প্রদায়ের লোকজনের মাঝে শীতবস্ত্র বিতরণ

ছাতক প্রতিনিধি
ছাতকে বেদে সম্প্রদায়ের লোকজনের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে ছাতক থানা প্রাঙ্গণ থেকে শতধিক বেদে পরিবারের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। ঢাকা ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি(চলিত দায়িত্ব) হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম এর পক্ষ থেকে এবং সুনামগঞ্জ জেলা পুলিশের সহযোগিতায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ।
এসময় সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) রনজয় কুমার মল্লিক, ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাঈনুল জকির, পুলিশ পরিদর্শক (তদন্ত) আরিফুল আলম সহ পুলিশ কর্মকর্তা ও উপকারভোগী বেদে সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন থানার এসআই আসাদুজ্জামান।