ছাতক প্রতিনিধি
ছাতকে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়েছে। রবিবার সকালে বেরো ধান সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিক শুরু করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পিনাক পানি ভট্ট্রাচার্য। এ বছর সরকারিভাবে ছাতক উপজেলায় ১ হাজার ১২৮ মেট্রিক টন বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।
বৃহস্পতিবার অন লাইনে (কৃষক অ্যাপস) লটারীর মাধ্যমে বোরো ধান সরবরাহ করার জন্য ৩৫৭ জন কৃষক নির্বাচিত করা হয়। সরকারিভাবে প্রতি কেজি ধানের মূল্য ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। সংগ্রহের প্রথম দিনে ৩ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ছাতক শহরের দক্ষিণ বাগবাড়ি এলাকার মৃত আব্দুর রহমানের পুত্র কৃষক হুছন আলী ৩ মেট্রিক টন বোরো ধান খাদ্য গোদানে জমা দিয়েছেন।
ধান সংগ্রহের প্রথম দিনে উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আলাউদ্দিন, সুয়েব আহমদ, ওসিএলএসডি আব্দুল হান্নান কামাল সহ স্থানীয় কষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বোরো ধান সংগ্রহের ব্যাপারে ওসিএলএসডি আব্দুল হান্নান কামাল জানান, মাননীয় খাদ্যমন্ত্রী মহোদয় ভার্চুয়ালবাবে বোরোধান সংগ্রহ আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। আগামী ৩১ আগস্ট পর্যন্ত বোরো ধান সংগ্রহ কার্যক্রম নিয়মিতভাবে চলবে।
- সাইলো করলেই মিলতো ন্যায্যমূল্য
- ছাতকে রেলওয়ের মালামালসহ চোর আটক