ছাতক প্রতিনিধি
ছাতক শহরের শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ার সেবায়িত হিমাদ্রী গোস্বিামী মহর, যুক্তরাজ্য প্রবাসী প্রখাত সংগীত শিল্পী হিমাংশু গোস্বামী মিলন ও হিরন্ময় গোস্বামী মিন্টুর মাতৃদেবী মহাপ্রয়াণগতা যোথিকা গোস্বামীনির গোলকধামে ইষ্টসেবাপ্রাপ্তি ও বিশ্বমঙ্গলর্থে শ্রী শ্রী রাধাগোবিন্দের লীলাপ্রসঙ্গ ও নাম সংকীত্তর্ণ মহোৎসবের আয়োজন করা হয়েছে। ১৩ ফেব্রুয়ারি শহরের শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়া প্রাঙ্গণে লীলাপ্রসঙ্গ ও নাম সংকীত্তর্ণ মহোৎসব অনুষ্ঠিত হবে। উৎসব পরিচালনা করবেন শ্রীমঙ্গলের জগদীশ চন্দ্র গোস্বামী। উৎসব উপলক্ষে ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় শ্রীমদ্ভগবদগীতা ও শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ অনুষ্ঠিত হবে। পাঠ করবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক অভিজিৎ গোস্বামী। মহোৎসবে কীত্তর্ণ পরিবেশন করবেন ভারতের (কলিকাতা) কীত্তর্ণ স¤্রাট অঞ্জন উপাধ্যায়, কলিকাতার প্রখ্যাত কীত্তর্ণীয়া শ্রাবন্তী অধিকারী, বাংলাদেশ জকিগঞ্জের কীত্তর্ণীয়া মিন্টু চক্রবত্তর্ী সহ ছাতকের অতীন্দ্র দাস ও কবিতা দাস কীত্তর্ণ পরিবেশন করবেন। মহোৎসবে সার্বিক সহযোগিতায় রয়েছেন শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়া গোপাল জিউর আখড়া পরিচালনা কমিটি।
- বই পড়ে দেখুন, মিথ্যাচারে বিশ্বাস করবেন না : শিক্ষামন্ত্রী
- দৃষ্টিনন্দন উপজেলায় পরিণত হয়েছে বিশ্বম্ভরপুর