ছাতক প্রতিনিধি
ছাতক সরকারী বহুমুখী মডেল উচ্চ বিদালয়ের অবসরপ্রাপ্ত ৪ শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মকসুদ চৌধুরী।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহাঙ্গির আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ মহিউদ্দিন, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরী, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি শামীম আহমদ চৌধুরী, ছাতক সরকারী ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, বিদায়ী অতিথি মঈনুল হুসেন চৌধুরী, সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য, শিক্ষানুরাগী আজমল হোসেন সজল প্রমুখ।
সভা পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক অজয় কৃষ্ণ পাল। সভায় বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মঈনুল হুসেন চৌধুরী, সহকারী শিক্ষক মরহুম আবুল খয়ের, সহকারী শিক্ষক আমিরুল হক ও সহকারী শিক্ষক পংকজ কুমার দাস কে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। সভা শেষে আন্তঃ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।
সভায় শামীম আহমদ চৌধুরীর এক দাবির প্রেক্ষিতে গত বন্যায় ভেঙে যাওয়া বিদ্যালয়ের দেয়াল মেরামত করে দেয়ার প্রতিশ্রম্নতি দেন জেলা প্রশাসক। তবে বিদ্যালয়ের মাঠ ভরাটের বিষয়টি তিনি বিশেষ বিবেচনায় রেখেছেন বলে জানিয়েছেন। বরাবরের মতো এ বছরও ৪জন মেধাবী শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার তুল দেন শামীম আহমদ চৌধুরী। এর আগে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক—শিক্ষার্থী কতৃর্ক আয়োজিত পিঠা স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক সহ অতিথিবৃন্দ। পরে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞা সাংস্কৃতিক অনুষ্ঠান।
- ছাতক এসপিপিএম হাইসকুলের সভাপতি শাহীন আহমদ চৌধুরী
- শান্তিগঞ্জে বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে হামলা, আহত ৪ জন