‘ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক প্রশস্থ ও পৌরসভা অংশ চার লেনে উন্নীত করা হবে’

ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, সরকার অবকাঠামোগত ও যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে যুগান্তকারী উন্নয়ন সাধিত করেছে। সারা দেশের ন্যায় ছাতক-দোয়ারার প্রতিটি ইউনিয়নকে সড়ক যোগাযোগের নেটওয়ার্কেও আনা হয়েছে। বিগত সময়ে সরকারের সময়ে ছাতক-দোয়ারায় কতটুকু উন্নয়ন হয়েছে তা বিবেচনা করবে এলাকার জনগণ। গোবিন্দগঞ্জ থেকে দেয়ারা পর্যন্ত ৯টি আধুনিক ব্রীজ সহ সুরমা নদীর উপর দৃষ্টিনন্দন ব্রীজ নির্মাণ করা হয়েছ্ েযার সুফল ছাতক-দোয়ারার ভোগ করতে শুরু করেছে। তিনি বলেন, ৬১৪ কোটি টাকা ব্যয়ে দোয়ারার আজমপুর সুরমা নদীর উপর এবং চিলাই খালের উপর দুটি ব্রীজ নির্মাণ করা হয়েছে। ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক প্রশস্থকরণ ও পৌরসভা অংশ চার লেনে উন্নীতকরনে ৪০ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে। এসব প্রকল্পের কাজ চলতি বছরের জুলাই থেকে শুরু হওয়ার কথা রয়েছে। এ রকম প্রস্তাবিত বহু প্রকল্প ও ইসলামপুর ইকোনোমিক জোন বাস্তবায়ন ও উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে দেশরতœ শেখ হাসিনাকে আবারো রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে। শুক্রবার সকালে ছাতকের সুরমা ব্রীজ সংলগ্ন নোয়ারাই ইউনিয়নের বারকাপন গ্রামের মাঠে গোবিন্দগঞ্জ-ছাতক-দোয়ারা সড়ক মেরামত ও পূনর্বান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মুহিবুর রহমান মানিক এমপি এসব কথা বলেন। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান আফজাল আবেদীন আবুলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রেজাউল করিম তালুকদার রাজু ও আওয়ামীলীগ নেতা আব্দুস ছাত্তারের পরিচালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজলা চেয়ারম্যান ফজুলর রহমান, দোয়ারা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইদ্রিছ আলী বীর প্রতীক, ছাতক উপজেলা পরিষদেও ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, আওয়ামীলীগ নেতা সৈয়দ আহমদ, ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি বাবুল রায়। এ ছাড়া বীর মুক্তিযোদ্ধা শুকুর আলী, আজব আলী, আমির আলী বাদশা, আওয়ামীলীগ নেতা আফতাব উদ্দিন, মাফিজ আলী, আব্দুল কাদির, সাহাব উদ্দিন, শুকুর আলী, রুস্তুম আলী, আলী আহমদ, জমসিদ আলী মেম্বার, আব্দুর রশিদ মেম্বার, শ্রমিক নেতা আজিজুর রহমান সহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।